কলকাতা, ১৭ জুলাই (হি.স): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ১৮-১৯ জুলাইয়ের মধ্যে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে, এরপর ২০-২১ জুলাই ফের দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টিতে ভিজতে পারে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কিছু দিন তাপমাত্রা বৃদ্ধির কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন সকালেও দক্ষিণ ২৪ পরগনা জেলায় নানা অংশে হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টি থামতেই ফের রোদের দেখা মেলে।
উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে গিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টি আরও কমতে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।