ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় প্রথম দশজন

কলকাতা, ৯ জুলাই (হি.স.): ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে রান সংগ্রহের তালিকায় সবার আগে রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় এই ওপেনার ১৯৭১-১৯৮৩ সময়কালে ২৭ ম্যাচে ২৭৪৯ রান করেছেন। ১৩টি সেঞ্চুরি রয়েছে তার মধ্যে। এই তালিকায় ক‍্যারিবিয়ান কিংবদন্তি ক্লাইভ লয়েড রয়েছেন দ্বিতীয় স্থানে। ১৯৬৬-১৯৮৩ সময়কালে ২৮ ম্যাচে ২৩৪৪ রান করেছেন। রয়েছে ৭টি শতরান। আর এক ক‍্যারিবিয়ান শিভনারায়ণ চন্দ্রপল ১৯৯৪-২০১৩ সময়কালে ২৫ ম্যাচে ২১৭১ রান করেছে। তিনিও ৭টি সেঞ্চুরি করেছেন।

ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ নামে পরিচিত রাহুল দ্রাবিড় ১৯৯৭-২০১১ এই সময়ে ২৩ ম্যাচে ১৯২৭ রান করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি করেছেন তিনি। আর এক কিংবদন্তি ক্যারিবিয়ান ভিভ রিচার্ডস ১৯৭৪-১৯৮৯ পর্যন্ত সময়কালে ২৮ ম্যাচ খেলে ভারতের বিরুদ্ধে ১৯২৭ রান করেছেন। মোট ৮টি সেঞ্চুরি তিনিও হাঁকিয়েছেন। ক্যারিবিয়ান কিংবদন্তি গ্যারি সোবার্স ১৯৫৮-১৯৭১ সময়কালে ১৮ ম্যাচে ১৯২০ রান করেছেন। তিনি মোট ৮টি সেঞ্চুরি করেছেন।

ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর ১৯৭৬-১৯৮৯ পর্যন্ত সময়কালে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে ২৫ ম্যাচে ১৫৯৬ রান করেছেন। ৬টি শতরান করেছেন তিনি। ভারতের কিংবদন্তি সচিন তেন্ডুলকর ১৯৯৪-২০১৩ পর্যন্ত ২১ ম্যাচে ১৬৩০ রান করেছেন। মোট ৩টি সেঞ্চুরি করেছেন মাস্টার ব্লাস্টার। ভারতের ভিভিএস লক্ষ্মণ ১৯৯৭-২০১১ পর্যন্ত সময়কালে ২২ ম্যাচে ১৭১৫ রান করেছেন। তিনি মোট ৪টি সেঞ্চুরি করেছেন। ক‍্যারিবিয়ান এভার্টন উইকস ১৯৪৮-১৯৫৩ সময়কাল পর্যন্ত ১০ ম্যাচ খেলে ১৪৯৫ রান করেছেন। তিনি মোট ৭টি সেঞ্চুরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *