ফের ধস শেয়ার বাজার, একদিনেই ২৬০ সূচক খোয়াল সেনসেক্স

মুম্বই, ২৩ জুন (হি. স.) : বৃহস্পতিবারের পরে শুক্রবারও ফের ধস নামল শেয়ার বাজারে। একদিনেই ২৬০ সূচক খোয়াল সেনসেক্স। যার ফলে ৬৩ হাজারের গণ্ডির নিচে নেমে গেল। সেনসেক্সের পাশাপাশি পতন নিফটিতেও। ১০৫ পয়েন্টের বেশি খুঁইয়েছে নিফটি ৫০। আর তার জেরেই কয়েক লক্ষ কোটি টাকা খুঁইয়েছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার হু-হু করে নামতে থাকে সেনসেক্স ও নিফটির গ্রাফ। যার ফলে দুই লক্ষ কোটি টাকার মতো লোকসানের মুখে পড়তে হয়েছিল বিনিয়োগকারীদের। শুক্রবার সকালে আগের দিনের চেয়ে অনেকটা কম সূচক নিয়েই শুরু হয়েছিল লেনদেন। বাজার চালু হওয়ার পরেই হু-হু করে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। শেষ পর্যন্ত ২৫৯ দশমিক ৫২ সূচক হারিয়ে ৬২ হাজার ৯৭৯.৩৭ সূচকে দাঁড়ায় সেনসেক্স। আর ১০৫.৭৫ পয়েন্ট খুঁইয়ে ১৮,৬৬৫.৫০ সূচকে দাঁড়িয়েছে। সবচেয়ে বড়সড় ক্ষতির মুখে পড়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। সবচেয়ে বেশি লাভ করেছে নাটকো ফার্মা, আইসিআইসিআই সিকিওরিটিজ। মার্কিন যুক্তরাষ্ট্রে তদন্তের মুখে পড়া আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, আদানি ট্রান্সমিশন, আদানি পাওয়ার লিমিটেড। আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দাম ৬.৮৩ শতাংশ হ্রাস পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *