ওভাল, ৭ জুন (হি. স.) : ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানালেন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলের ক্রিকৈটারদের হাতেই কালো ব্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি। ওভালে এই ম্যাচ শুরু হল। আগেই বিসিসিআই টুইটারে জানিয়েছিল জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করা হবে। তাই করলেন রোহিত শর্মা, প্যাট কামিন্সরা। ভারতের শহরে হওয়া ট্রেন দুর্ঘটনার জন্য শোকপালন করলেন তাঁরা।
গত শুক্রবার ওড়িশার বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়। সেই ঘটনায় ২৮৮ জন মারা গিয়েছেন। মৃতদের জন্য এক মিনিট নীরবতা পালনের পর দীনেশ কার্তিক ওভালে ঘণ্টা বাজান। দুই দলের জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু হয়। প্রসঙ্গত, মেঘলা আকাশ রয়েছে ওভালে। সেই কারণেই পেসারদের উপর বেশি জোর দেওয়া হয়েছে। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া দলেও পেসারদের সংখ্যা বেশি।