দেহরাদুন, ১ জুন (হি.স.) : ফের উত্তরাখণ্ডে ধসের কবলে পর্যটকেরা। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পিথোরাগড় জেলার ধসের কবলে আটকে পড়েছে ৩০০-এরর বেশি পর্যটক। ধসের জেরে লিপুলেখ-তাওয়াঘাট রোড বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, ধারচুলা ও গুঞ্জি এলাকায় ধসে প্রায় ১০০ মিটার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। এর জেরে ৩০০-এর বেশি পর্যটক আটকে পড়েন। লিপুলেখ-তাওয়াঘাট রোড কেদারনাথে পূণ্য়ার্থীদের যাওয়ার জন্য প্রচোলিত রাস্তা বলে জানা যায়।
জানা গিয়েছে, আটকে পড়া পর্যটকদের মধ্যে রয়েছেন পূণ্যার্থী সহ স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে তাদেরকে জল এবং ত্রান সরবরাহ করা হচ্ছে। তবে পরিস্থিতি এতটাই খারাপ সেক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের। বহু পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বিকেল হয়ে যাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও এক্ষেত্রে বড় বড় জোরাল আলো নিয়ে আসা হয়েছে।
পুলিশের তরফে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কেদারনাথ যাত্রা করার ক্ষেত্রে আবহাওয়ার উপর নজর রাখতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের যাত্রা করার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে আপাতত পর্যটক ও পূণ্য়ার্তীদের নিরাপদ স্থানে থাকার পরামর্য দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি গোঙ্গোত্রী ও যমুনাত্রী যাত্রার ক্ষেত্রে আবহাওয়ার উপর নজর রাখা হচ্ছে।