নয়াদিল্লি, ১৭ মে (হি.স.) : কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদের দাবিদার সিদ্দারামাইয়া বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে দেখা করেন। দক্ষিণী রাজ্যে মুখ্যমন্ত্রীর জন্য দল এখন ব্যস্ত আলোচনার মধ্যে৷ সিদ্দারামাইয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে সরকার গঠন নিয়ে দেখা করার পর এদিনরাহুল গান্ধীর সাথে বৈঠক করেন। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন।
প্রসঙ্গত, কর্ণাটকের অধিকাংশ কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়াকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার দাবিতে অনড় শিবকুমার। দিল্লিতে এসে তিনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জানিয়েছেন, তিনিই মুখ্যমন্ত্রী হতে চান। শিবকুমারের এই অনড় মনোভাবের জেরেই মঙ্গলবার কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। কংগ্রেস সূত্রের খবর, বুধবার যদি সিদ্ধান্ত হয়, তাহলে খাড়গে নিজে বেঙ্গালুরু যাবেন। সেখানে গিয়ে কংগ্রেসের পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন তিনি।