বারাসত, ২৯ মার্চ (হি.স.) : মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা আওয়ালসিদ্ধিতে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, রাত আটটা নাগাদ জনা তিরিশেক লোক ওই এলাকায় জড়ো হয়। তাদের মধ্যে থেকে কেউ আব্দুল জরিম নামে ওই যুবককে গুলি করে। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তৃতীয় গুলিটি জরিমের পায়ে লাগে। তাঁকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেশি রাতে এলাকায় গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তিনি তৃণমূল পার্টি অফিসে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। তারপর দলেরই দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জসিম সক্রিয় তৃণমূল কর্মী। তবে সম্প্রতি তাঁর সঙ্গে আইএসএফের যোগাযোগ গড়ে উঠেছিল। সেই কারণেই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে শাসকদলের একাংশের অভিযোগ। এই ঘটনা ঘিরে রাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ টহল দিতে শুরু করে।