নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : ঋষভ পন্থের পরিবর্ত ঠিক করে ফেলল দিল্লি ক্যাপিটালস। বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েলকে নিল তারা। দিল্লি দলে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতাতেই দিল্লির ক্যাম্পে অভিষেককে দেখেছিলেন। দিল্লির ক্যাম্পেও গিয়েছিলেন অভিষেক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় অভিষেককে দলে নেওয়ার ব্যাপারে।
গত বছর ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত পান পন্থ। তাঁর মাথায়, পায়ে চোট লাগে। সুস্থ হওয়ার চেষ্টা করছেন তিনি। পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আইপিএল যে তিনি খেলতে পারবেন না তা বোঝাই যাচ্ছিল। সেই কারণে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করে দিল্লি। কিন্তু পন্থ তো শুধু অধিনায়ক নন, তিনি উইকেটরক্ষকও। সেই দায়িত্ব পেলেন অভিষেক। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে উইকেটের পিছনে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এ বার আইপিএলেও সুযোগ পেয়ে গেলেন। দিল্লি দলে রয়েছেন মুকেশ কুমার। বাংলা দলের দুই ক্রিকেটার খেলবেন দিল্লির হয়ে।