মুম্বই, ২২ মার্চ (হি. স.) : বুধবার সামান্য উঠল শেয়ার বাজার । এদিন সামান্য উত্থানে খুশির হাওয়া দালাল স্ট্রিটে । সপ্তাহের তৃতীয় দিনে সামান্য উত্থান মুখ দেখল শেয়ার বাজার । এদিন বাজারে সামান্য উত্থানে সেনসেক্স পৌঁছল ৫৮ হাজারের কাছাকাছি। নিফটি দাঁড়িয়েছে ১৭ হাজারের উপরে।
বুধবার সেনসেক্সের উত্থান হয়েছে ১৩৯.৯১ পয়েন্ট বা ০.২৪ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৫৮ হাজার ২১৪.৫৯ পয়েন্টে। এদিন নিফটির অগ্রগতি হয়েছে ৪৪.৪০ পয়েন্ট বা ০.২৬ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৭ হাজার ১৫১.৯০ পয়েন্ট।
এদিন নিফটির ৫০টি কোম্পানির মধ্যে ৩২টিতে অগ্রগতি হয়েছে। পিছিয়েছে ১৮টি কোম্পানি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০৬০টি কোম্পানির মধ্যে ১২৫৭টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৭৫৩টি কোম্পানির শেয়ার দর। গত সপ্তাহের মঙ্গলবারও আদানি ধস অব্যাহত। আদানি গ্রুপের প্রায় সবকটি কোম্পানি এদিন পতনের মুখ দেখেছে। ফোর্বস ধনীদের তালিকায় গৌতম আদানির অবস্থান এখন ৩৮ নম্বরে। পাঁচ সপ্তাহ আগে ছিল ৩ নম্বরে আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এম্টারপ্রাইজ পড়েছে বিপুল ৯.২৮ শতাংশ। তবে আদানি পোর্টের শেয়ার মূল্য সামান্য ০.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি পাওয়ারের পতন ৪.৯৮ শতাংশ। আদানি উইলমার ৪.৯৯ শতাংশ পড়েছে, মিডিয়া কোম্পানি এনডিটিভির পতন ৪.৯৮ শতাংশ। ৪.৯৯ শতাংশ পড়েছে আদানি গ্রিন ও আদানি টোটাল গ্যাস। ৫ শতাংশ পতন আদানি ট্র্যান্সমিশনে। এসিসি সিমেন্ট পড়েছে ২.০৩ শতাংশ, অম্বুজা সিমেন্ট পড়েছে ৪.৪৫ শতাংশ। আদানিদের শেযার সম্পদ পতন বিশ্বের কর্পোরেট ইতিহাসে অভূতপূর্ব।