কলকাতা, ১৩ মার্চ (হি স)। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বিনিয়োগকারীদের টাকা তোলার হিড়িক পড়ে যাওয়ায় সোমবার সপ্তাহের শুরুতেই ধস নেমেছে শেয়ারবাজারে। ৮৯৭ দশমিক ২৮ সূচক কমেছে সেনসেক্স আর নিফটি কমেছে ২৫৮ দশমিক ৬০ সূচক। আর তার ফলে পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন সূচকে দাঁড়িয়েছে নিফটি ও সেনসেক্স।
মার্কিন মুলুকে একের পর এক ব্যাঙ্কের দরজা বন্ধ হওয়ার প্রভাব পড়ল ভারতীয় শেয়ার বাজারে। গত সপ্তাহেই দেউলিয়া হওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। আর তার প্রভাব এসে পড়েছিল ভারতীয় শেয়ারবাজারেও। বৃহস্পতি ও শুক্রবার মিলিয়ে ১২০০ সূচক হারিয়েছিল সেনসেক্স।
সোমবার শেয়ারবাজার খোলার দিকে হা-পিত্যেশ নয়নে তাকিয়েছিলেন বিনিয়োগকারীরা। সকালে ৫৯ হাজার ৩৩ দশমিক ৭৭ সূচক নিয়ে পথচলা শুরু করেছিল সেনসেক্স। কিন্তু বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৫৮ হাজার ৯৪ দশমিক ৫৫ সূচকে নেমে যায় সেনসেক্স।
শেষ পর্যন্ত শেষ বেলায় সেই ধাক্কা কিছুটা সামলে সামান্য ঘুরে দাঁড়ায় শেয়ার বাজার। ৮৯৭ দশমিক ২৮ সূচক কমে ৫৮, ২৩৭ দশমিক ২৮ পয়েন্টে দাঁড়িয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ২৫৮ দশমিক ৬০ সূচক খুইয়ে নিফটি বন্ধ হয়েছে ১৭ হাজার ১৫৪ দশমিক ৩০ পয়েন্টে। এ নিয়ে টানা তিনদিন শেয়ারবাজার নিম্নমুখী। তিনদিনে ২,১০০ সূচক খুইয়েছে সেনসেক্স। বিনিয়োগকারীদের সাড়ে সাত লক্ষ কোটি টাকার বেশি গায়েব হয়ে গিয়েছে।