ডায়মন্ড হারবার, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : উচ্চ আদালতের নির্দেশে ডায়মন্ড হারবার সংশোধনাগার পরিদর্শন করলেন প্রশাসনিক কর্তারা। শুক্রবার ডায়মন্ডহারবার সংশোধনাগারে পরিদর্শনে যান ডায়মন্ডহারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষ ও আরক্ষা আধিকারিক মিতুন দে।
উচ্চ আদালতের নির্দেশ ডায়মন্ডহারবার সংশোধনাগার পরিদর্শন করা হয় যেখানে সংশোধনাগারের নিরাপত্তা পরিকাঠামো ও বন্দীদের পরিস্থিতি সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন প্রশাসনিক কর্তারা এবং সেই রিপোর্ট উচ্চ আদালতে জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এদিন বন্দিদের সাথে কথাও বলেন তাঁরা। কথা বলেন সংশোধনাগারের কর্মীদের সাথেও।