মুম্বই, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : বাজার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। বুধবার বাজারে চমক দিয়ে ফের শীর্ষে আদানি গোষ্ঠীর শেয়ার । চলতি সপ্তাহে পতনের পর এদিন বাজারে স্বস্তির হাওয়া। আদানি গোষ্ঠীর ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজ বেড়েছে ২০.০৪ শতাংশ। আদানি পোর্ট বেড়েছে ৮.৩৩ শতাংশ। আদানি ট্র্যান্সমিশন, আদানি পাওয়ার, আদানি উইলমার, এনডিটিভি প্রায় ৫ শতাংশ হারে বেড়েছে। তবে ৫ শতাংশ করে পড়েছে আদানি গ্রিন ও আদানি টোটাল গ্যাস ১ শতাংশ পড়েছে এসিসি সিমেন্টও।
পাশাপাশি মুকেশ আম্বানির রিল্যায়েন্সও ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আদানি ও রিল্যায়েন্সের হাত ধরে এদিন শেয়ার বাজার মাঝারি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সেনসেক্সের উত্থান হয়েছে ৩৭৭.৭৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬০ হাজার ৬৬৩.৭৯ পয়েন্টে। এদিন নিফটির উত্থান হয়েছে ১৫০.২০ পয়েন্ট বা ০.৮৫ শতাংশ। দিনের শেষে নিফটিফিফটি হয়েছে ১৭ হাজার ৮৭১.৭০ পয়েন্ট।