আগরতলা, ৪ জানুয়ারি (হি. স.) : আগে বাংলার দিকে সারা দেশ তাকিয়ে থাকত। সেই বাংলাকে এখন ত্রিপুরার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আগরতলায় ওবিসি মোর্চার সভায় অংশ নিয়ে এভাবেই ত্রিপুরার প্রশংসায় সরব হলেন পশ্চিমবঙ্গের সাংসদ দিলীপ ঘোষ। তাঁর বিশ্বাস, ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তনে প্রেরণা নিয়ে মানুষ পশ্চিমবঙ্গেও বিজেপিকে ক্ষমতায় আনবেন।
এদিন তিনি বলেন, ১০ বছর আগে উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির পতাকা দেখা যায়নি। কিন্তু, গত ১০ বছরে পুরো চিত্র পাল্টে গিয়েছে। তবে, বাংলায় এখনো ক্ষমতায় আসা সম্ভব হয়নি। তাঁর কথায়, ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গও একত্রেই লড়াই শুরু করেছিল। ত্রিপুরার মানুষ বিজেপিকে ১০০ শতাংশ নম্বর দিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে ৫০ শতাংশে আটকে গেছে।
তাঁর দাবি, পশ্চিমবঙ্গে অর্ধেক লক্ষ্যে ইতিমধ্যে পৌছে গিয়েছি। বিধানসভা এবং লোকসভায় অর্ধেক আসনে ক্ষমতা দখল করেছি। এক্ষেত্রে ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তনে প্রেরণায় পশ্চিমবঙ্গেও মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবেন, দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।
তাঁর বক্তব্য, এক সময় উত্তর-পূর্বাঞ্চলে বিজেপির ঝান্ডা দেখা যায়নি। অথচ আজ প্রত্যেক রাজ্যে সরকার প্রতিষ্ঠা হয়েছে। সবই সম্ভব হয়েছে, কারণ সচেতন নাগরিক প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছেন। তাঁর দাবি, ত্রিপুরায় ২০১৮ সালে সিপিএমের সাথে তাঁদের হিংসার রাজনীতিকেও মানুষ বিসর্জন দিয়েছেন।
তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢেলে সহায়তা করছেন। কৃষকদের আয় বৃদ্ধিতে একের পর সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, সহায়ক মূল্যে ধানের মূল্য প্রতি মেট্রিক টন বেড়ে দাঁড়িয়েছে ২০০০ টাকা। অথচ পশ্চিমবঙ্গে চাষীরা ১৫০০ টাকার বেশি পাচ্ছেন না। কারণ, ফড়েরা লাভের টাকা কেঁড়ে নিচ্ছে।
তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ এখন ত্রিপুরার দিকে তাকিয়ে আছে। আগে সারা দেশ বাংলার দিকে তাকিয়ে থাকত। বাংলাকে এখন ত্রিপুরার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।