দেহরাদুন, ৪ জানুয়ারি (হি.স.) : বুধবার দু–দুনের ম্যাক্স হাসপাতাল থেকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হল উত্তরাখণ্ডের রুরকির নরসানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত ক্রিকেটার ঋষভ পন্তকে। যদিও তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে জানা গেছে। হাঁটুর চোটের উন্নত চিকিৎসার জন্য তাকে দেরাদুন ম্যাক্স থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
বুধবার বিসিসিআইয়ের উদ্যোগে তাকে ম্যাক্স হাসপাতাল থেকে দুপুর ২টায় একটি অ্যাম্বুলেন্সে করে জলি গ্রান্ট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই নিয়ে যাওয়া হয়। তাঁর সঙ্গে মুম্বই গিয়েছেন চিকিৎসকদের একটি দল এবং তাঁর মা ও বোনও।
উল্লেখ্য, গত ৬ দিন ধরে তিনি দুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার কোমর, মাথায় ও পায়ে গুরুতর জখম ছিল। চিকিৎসকদের মতে, তিনি পুরোপুরি সচেতন এবং তার আঘাতের উন্নতি হলেও কিন্তু হাঁটুর ফোলা কমেনি বলে তার এমআরআই করা হয়নি। তার লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার চিকিৎসা এখন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে করা হবে।