দেরাদুন, ২ জানুয়ারি (হি.স.): আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন ঋষভ পন্থ। বাঁ-হাতি মারকুটে ব্যাটারের ভক্তদের স্বস্তি দিয়ে সোমবার একথাই জানাল দেরাদুনের ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, পন্থের লিগামেন্টের চিকিৎসা কোথায় করা হবে সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই।
প্রসঙ্গত, পন্থ নববর্ষে পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরাখন্ডে যাওয়ার সময় তার গাড়ি রুরকির কাছে মহম্মদপুর জাটে হাইওয়ে ডিভাইডারে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় পন্থ গুরুতর আহত হন, তাঁর গাড়িতেও আগুন লেগে যায়। বর্তমানে ঋষভ পন্থ হাসপাতালে স্থিতিশীল রয়েছেন।
এদিকে প্রতিদিন অনেকেই তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন পন্থের বিশ্রামের প্রয়োজন। কিন্তু সেটাই হচ্ছে না তাঁর। এই ঘটনায় উদ্বিগ্ন ভারতীয় ক্রিকেটারের পরিবার। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পন্থকে দেখতে এসেছেন রাজনৈতিক নেতা, মন্ত্রী, ক্রীড়া আধিকারিক থেকে শুরু করে অভিনেতা। কিন্তু লাগাতার এ ভাবে তাঁকে দেখতে লোক আসায় উদ্বিগ্ন পরিবার। পন্থের বিশ্রাম নিয়ে চিন্তা করছেন তাঁরা।