রাজস্থানের পালিতে লাইনচ্যুত সূর্যনগরী এক্সপ্রেসের ৮টি বগি, আহত কমপক্ষে ১০ জন

পালি, ২ জানুয়ারি (হি.স.): রাজস্থানের পালি জেলায় লাইনচ্যুত হয়ে গেল বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস। সোমবার ভোররাত ৩.২৭ মিনিট নাগাদ যোধপুর ডিভিশনের রাজকিয়াওয়াস-বোমাদ্রার মাঝে লাইনচ্যুত হয়ে যায় সূর্যনগরী এক্সপ্রেসের ৮টি বগি। রেল সূত্রের খবর, এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। তবে, বেসরকারি সূত্রে জানা গিয়েছে, আহতের সংখ্যা ১০। দুর্ঘটনার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় একটি রিলিফ ট্রেন।

উত্তর পশ্চিম রেলের সিপিআরও জানিয়েছেন, বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ১১টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছেন ঊর্ধ্বতন আধিকারিকরা। একজন যাত্রী জানিয়েছেন, “মারওয়ার জংশন থেকে রওনা হওয়ার ৫ মিনিটের মধ্যে, ট্রেনের ভিতরে একটি কম্পনের শব্দ শোনা যায় এবং ২-৩ মিনিট পরে ট্রেনটি থেমে যায়। আমরা নীচে নেমে দেখি কমপক্ষে ৮টি স্লিপার ক্লাস কোচ ট্র্যাকের বাইরে রয়েছে। ১৫-২০ মিনিটের অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়।

উত্তর পশ্চিম রেলওয়ে জানিয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সরাসরি রেল দুর্ঘটনা পর্যবেক্ষণ করছেন। যাত্রী ও তাঁদের পরিবারের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। যোধপুরের জন্য: ০২৯১২৬৫৪৯৭৯, ০২৯১২৬৫৪৯৯৩, ০২৯১২৬২৪১২৫, ০২৯১২৪৩১৬৪৬। পালি মারওয়ারের জন্য: ০২৯৩২২৫০৩২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *