নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক শোকবার্তায় অমিত শাহ জানিয়েছেন, মা একজন মানুষের জীবনের প্রথম বন্ধু এবং গুরু, মাকে হারানোর বেদনা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী।
অমিত শাহ এদিন টুইট করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের মৃত্যুর সংবাদ শুনে ব্যথিত। পরিবারকে লালনপালনের জন্য হীরাবা যে সংগ্রামের মুখোমুখি হয়েছিলেন তা সকলের জন্য আদর্শ। তাঁর ত্যাগী তপস্বী জীবন আমাদের স্মৃতিতে চিরকাল থাকবে। এই শোকের মুহুর্তে প্রধানমন্ত্রী মোদী ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। ওম শান্তি।