নয়াদিল্লি ও কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): মাতৃবিয়োগের জন্য পশ্চিমবঙ্গে আসতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে, বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা-সহ যে একগুচ্ছ কর্মসূচি প্রধানমন্ত্রীর ছিল, সেগুলিতে ভার্চুয়ালি অংশ নেবেন তিনি। শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) থেকে এমনটাই জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে শুক্রবার জানানো হয়েছে, ভার্চুয়াল মাধ্যমেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন মোদী।
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন থেকে শুরু করে জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, কলকাতায় অনেকগুলি কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু শুক্রবার ভোররাতে মা হীরাবেনের প্রয়াণের খবর পেয়েই দিল্লি থেকে আহমেদাবাদে রওনা হন প্রধানমন্ত্রী। অংশ নেন মায়ের শেষকৃত্যে। মাতৃবিয়োগের কারণে পশ্চিমবঙ্গে আসতে না পারলেও, যাবতীয় কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী।