বুধবার সামান্য উত্থান হল শেয়ার বাজারে

মুম্বই, ১৪ ডিসেম্বর (হি. স.) : সপ্তাহের মাঝামাঝি সামান্য উত্থান হল শেয়ার বাজারে । চলতি সপ্তাহের প্রথম দিন সোমবার প্রায় এক জায়গায় দাঁড়িয়ে ছিল বাজার। মঙ্গলবার মাঝারি উত্থানের পর বুধবার ফের অল্প অগ্রগতি দেখাল দালাল স্ট্রিট । বুধবার সেনসেক্স উঠেছে ১৪১.৬১ পয়েন্ট বা ০.২৩ শতাংশ। বাজার শেষে এই সূচক দাঁড়িয়েছে ৬২ হাজার ৬৭৭.৯১ পয়েন্টে। এদিন নিফটি-র উত্থান হয়েছে ৫২.৩০ পয়েন্ট বা ০.২৮ শতাংশ। দিনের শেষে নিফটি হয়েছে ১৮ হাজার ৬৬০.৩০ পয়েন্ট।

নিফটি ফিফটি-র ৫০টি কোম্পানির মধ্যে ৩৪টিতে অগ্ৰগতি হয়েছে। পিছিয়েছে ১৬টি কোম্পানি। এদিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই অন্তর্ভুক্ত প্রায় ২০০০টি কোম্পানির মধ্যে ১১৫০টি বৃদ্ধির মুখ দেখেছে। কমেছে ৮৩৯টি কোম্পানির শেয়ার দর।

প্রসঙ্গত, যদি ২০২২ অর্থবর্ষ থেকে ২০২৫ অর্থবর্ষ পর্যন্ত আয় বৃদ্ধির হার ২৫ শতাংশ হলে ভারত বৈশ্বিক বন্ড সূচকে অন্তর্ভুক্ত হবে। এর ফলে পরবর্তী ১২ মাসে প্রায় ২০ বিলিয়ন ডলার শেয়ার বাজারে বিনিয়োগ হবে। দেশে উচ্চহারে কর্মসংস্থান হলে সেনসেক্স ৮০ হাজার ছুঁতে পারে। প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই ধস নেমেছিল শেয়ার বাজারে। তবে এবার ধীরে ধীরে সেই খড়া কাটিয়ে গোটা বিশ্ব কাটিয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *