নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): আম আদমি পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। তিনি বলেছেন, নিজেদের যাঁরা সৎ বলে তাঁরা মানুষের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে। রবিবার সকালে দিল্লির সাউথ এক্সটেনশন পার্ট ২-এর একটি ভোটদান কেন্দ্রে দিল্লি পুর নিগম নির্বাচনের জন্য ভোট দিয়েছেন মীনাক্ষী লেখি।
পরে তিনি বলেছেন, “যাঁরা নিজেদের সৎ বলে তাঁরা মানুষের কাছ থেকে উপযুক্ত জবাব পাবে। জেলের ভিতরে আপ মন্ত্রীরা যা করছেন তা বিশ্বের সামনে এসেছে।” এদিন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি বলেছেন, সুভাষ মহল্লা ওয়ার্ডে ৪৫০ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে, কারণ তাঁরা বিজেপিকে সমর্থন করে। এটি দিল্লি সরকারের একটি বড় ষড়যন্ত্র, এ সবের বিরুদ্ধে অভিযোগ করব এবং এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের আবেদন করব।