কলকাতা, ৩১ অক্টোবর (হি.স.) : খড়্গপুর আইআইটি-তে ছাত্রের রহস্যমৃত্যুতে সিআইডি বা সিট চেয়ে আদালতের দ্বারস্থ হল মৃতের পরিবার। উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের ছেলের নয় বলে দাবি ছিল পরিবারের। তাঁদের ছেলেকে খুন করা হয়েছে বলেও দাবি করেছেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা।
যদিও কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ওই ছাত্র বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওই ছাত্র ফয়জল আহমেদের বাবা সেলিম আহমেদ মামলা দায়ের করেন। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর আইআইটি খড়্গপুরের লালা লাজপত রায় হলের একটি ঘর থেকে ফয়জল আহমেদের পচাগলা দেহ উদ্ধার হয়। এরপরেই ঘটনার তদন্ত শুরু করে খড়গপুর টাউন থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তারপরেই অসমের তিনসুকিয়া থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে এসে ছেলেকে খুনের অভিযোগ করেছিলেন ফয়জলের বাবা ও মা।