নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): দেশজুড়ে দীর্ঘ সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ পরিষেবা। ফলে চরম বিভ্রান্ততে পড়েছেন ব্যবহারকারীরা। জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বিকল হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর থেকেই ডাউন হোয়াটসঅ্যাপ। এখনও পর্যন্ত ৩০ মিনিটের বেশি সময় ধরে স্তব্ধ হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাচ্ছে না। না আসছে মেসেজ, না পাঠানো যাচ্ছে। কী করে এমনটা হল, কখন ঠিক হবে তা এখনও জানানো হয়নি।