সূর্য গ্রহণের জন্য বন্ধ থাকল কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির, প্রয়াগরাজেও খুলল না ধর্মীয় স্থান

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): সূর্যগ্রহণের জন্য মঙ্গলবার কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের কপাট বন্ধ রাখা হয়েছে পুণ্যার্থীদের জন্য। পাশাপাশি উত্তর প্রদেশের প্রয়াগরাজ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এদিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এদিন সকালে পুণ্যার্থীরা পুণ্যস্নানও করেন। মঙ্গলবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। সূর্যকে আংশিক ‘গ্রাস’ করবে চাঁদ।

সূর্যগ্রহণে কেদারনাথ ও বদ্রীনাথ মন্দির বন্ধ রাখা হবে বলে আগেই জানানো হয়েছিল। সেই মতো মঙ্গলবার উত্তরাখণ্ডের কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরের কপাট বন্ধ রাখা হয়েছে পুণ্যার্থীদের জন্য। পাশাপাশি উত্তর প্রদেশ-সহ দেশের বিভিন্ন রাজ্যে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *