High Court:“মামলা করতে পারিনি বলে চাকরি নয়?’’, হাইকোর্টে অবস্থান চাকরি প্রার্থীদের একাংশের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : যাঁরা মামলা করেননি, তাঁদেরও চাকরি পাওয়ার অধিকার আছে। এই দাবিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে একদল চাকরি প্রার্থী বিক্ষোভ দেখান। তাঁরা ২০১৪ সালের টেটের প্রার্থী বলে জানা গিয়েছে। তাঁদের দাবি, আর কোনও আশ্বাস নয়, এবার তাঁরা নিয়োগ চান।

সব বঞ্চিত, যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায়, সেই দাবিতেই সরব হন তাঁরা। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য তাঁরা দাবি করেন, যাঁদের নিয়োগের নির্দেশ দেওয়া হচ্ছে, তাঁদের মধ্যে বেশিরভাগই মামলাকারী। কিন্তু যাঁরা মামলা করতে পারেননি, কিন্তু যোগ্য ও বঞ্চিত প্রার্থী, তাঁদের নিয়োগ হবে না কেন? সেই প্রশ্নই তুলেছেন আন্দোলনকারীরা।

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একের পর এক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সোমবারও প্রাথমিক টেটের যোগ্য প্রার্থীদের নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরও আন্দোলনের আগুন নিভছে না। ধর্মতলা চত্বরে দিনের পর দিন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। তবে, মঙ্গলবার হাইকোর্ট চত্বরে দেখা গেল নজিরবিহীন ছবি। হাই সিকিউরিটি জ়োন বা কড়া নিরাপত্তায় ঘেরা কোর্ট চত্বরে কার্যত অবস্থান করলেন একদল চাকরি প্রার্থী।

উল্লেখ্য, সোমবারই প্রাথমিক টেট সংক্রান্ত মামলায় ২৫২ জনকে চাকরির দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ৩ হাজার ৯২৯ শূন্যপদে কেন নিয়োগ হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিলেন ২৫২ জন চাকরি প্রার্থী। তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তবে এদিন হাইকোর্ট চত্বরে প্রবেশ চাকরি প্রার্থীরা আচমকা প্রবেশ করলে কিছুক্ষণের জন্য কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় কলকাতা পুলিশ। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যায়, কারণ ওই জায়গায় অবস্থান করা বেআইনি। মিনিট ১৫ পর হাইকোর্ট ছাড়েন তাঁরা। পরে স্লোগান দিতে দিতে তাঁরা এগিয়ে যান মাতঙ্গিনী হাজরার মূর্তির দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *