কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : ২০২০ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় কয়েক হাজার চাকরির নির্দেশ দিল আদালত। পড়ে থাকা ৩, ৯২৯ শূন্য পদে সকলকে চাকরির নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করতে এই নির্দেশ।
আলি এহসান মালিক, সুমন্ত মোদক, জহিরুল সেখ-সহ ৩৫ মামলায় ৭ নভেম্বর মধ্যে নিয়োগ রিপোর্ট পেশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অভিযোগ ছিল, শূন্যপদ থাকলেও নিয়োগ করা হয়নি টেট ২০১৪ উত্তীর্ণদের। আদতে ১৬, ৫০০ নিয়োগের কথা বলা হলেও নিয়োগ হয় ১২,৫৭১ জনের।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ “হাইকোর্ট প্রত্যাশা রাখে ৩,৯২৯ শূণ্যপদে মামলাকারীদের তাঁদের ক্যাটাগরি ও মেধাগত অবস্থান বিচার করে চাকরি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ’।”
প্রসঙ্গত, ২০২০ নিয়োগ প্রক্রিয়ায় ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ-পরীক্ষার্থীদের সঙ্গে যৌথ বৈঠকের পর সামনে আসে শূন্যপদ ৩,৯২৯ ফাঁকা। যোগ্য মেধাবী পরীক্ষার্থী থাকা সত্বেও ৩,৯২৯ শূন্যপদে কেন তাঁরা নিয়োগ পাবে না’ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।