নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : আজ নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত দ্বিতীয় টি-২০ ম্যাচে সিরিজে সমতায় ফিরতে মরিয়া লড়াইয়ে নামছে। সব কিছু ঠিকঠাক থাকলে, নাগপুর যুদ্ধে ভারত নামাতে চলেছে জশপ্রীত বুমরাহকে।মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ দু’শোর বেশি রান তুলেও হেরে গিয়েছে ভারত। ফলে আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে রোহিত শর্মাদের প্রস্তুতি নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।
বৃহস্পতিবার ভারতীয় বোর্ড সূত্রে জানা গিয়েছে, বুমরাহকে শুধুই বিশ্রাম দেওয়ার কারণে প্রথম ম্যাচে খেলানো হয়নি। তাঁর পিঠের চোট পুরোপুরি সারেনি বলে যে জল্পনা চলছে, সেটা মোটেও সত্যি নয়। এবং শুক্রবার দ্বিতীয় টি-২০তে তিনি নামবেন। এটাও বলা হল যে, নেটে যথেষ্ট স্বচ্ছন্দ দেখাচ্ছে বুমরাহকে। পূর্ণ ছন্দেই তিনি বোলিং করছেন। এবং বুমরাহ শেষ পর্যন্ত খেললে বসবেন উমেশ যাদব।