High Court:মুম্বইয়ের শিবাজি ময়দানে শিবসেনার দশেরা সমাবেশ করার অনুমতি দিল হাইকোর্ট

মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : শিবাজি পার্ক মাঠেই শিবসেনার দশেরা সমাবেশ অনুষ্ঠিত হবে। শুক্রবার বোম্বে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করে। আগামী ২ অক্টোবর থেকে ৬ অক্টোবর মুম্বইয়ের দাদরের বিখ্যাত শিবাজি পার্ক মাঠ শিবসেনার হাতে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে শিন্দে গ্রুপের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

শিবাজি পার্কে দশেরা সমাবেশের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন শিবসেনা সেক্রেটারি অনিল দেশাই এবং প্রাক্তন মন্ত্রী অনিল পরব। শুক্রবার এই আবেদনের শুনানি করেন বিচারক আর.ডি. ধানুকা ও বিচারক কামাল খাতা। শিবসেনার কৌঁসুলি আস্পি চিনাই আদালতকে জানিয়েছেন, আবেদনকারীর শিবাজি পার্ক মাঠে দশেরার সমাবেশের অনুমতির জন্য একটি আবেদন করা হয়েছিল, যা মুম্বই পৌর কর্পোরেশন প্রত্যাখ্যান করে। চিনাই বলেন, শিবসেনা ১৯৬৭ সাল থেকে ধারাবাহিকভাবে এই মাঠে দশেরা সমাবেশ করে আসছে, গত দুই বছর করোনার কারণে দশেরা সমাবেশ করা যায়নি। এ বছর প্রথা ও ঐতিহ্য বজায় রেখে শিবসেনার আবেদন খারিজ করেছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। চিনাই বলেন, শিন্দে গোষ্ঠী ইতিমধ্যেই বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মাঠে দশেরার সমাবেশের অনুমতি পেয়েছে।
এর পরে, মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আইনজীবী মিলিন্দ বলেন, শিবসেনা এবং শিন্দে গোষ্ঠী উভয়ই শিবাজি পার্ক মাঠে দশেরার সমাবেশের অনুমতি চেয়েছিল। সম্প্রতি প্রভাদেবী এলাকায় উভয় গোষ্ঠীর মধ্যে মারামারি হয়, যার জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়। এ বিষয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় দশেরা সমাবেশের অনুমতি না দেওয়ার চিঠি দিয়েছে। এছাড়াও, ২০১২ সালে বিএমসি এই মাটিতে শিবসেনাকে অনুমতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *