রায়গঞ্জ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : আচমকা আতঙ্ক ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে । সোমবার সকালে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় এদিন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের ভেতরে সাইরেন বেজে উঠতেই রীতিমতো আতঙ্ক ছড়ায়।
অভিযোগ, দীর্ঘ সময় ধরে সাইরেন বাজতে থাকলেও এটিএম পরিদর্শনে পুলিশ কিংবা ব্যাংকের তরফ থেকে কেউ এগিয়ে আসেননি। প্রায় দু’ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ব্যাংক থেকে টেকনিশিয়ান এসে সাইরেনের শব্দ বন্ধ করে দেন। এটিএমের নিরাপত্তার জন্য এই সাইরেন লাগানো হলেও নিরাপত্তারক্ষীদের দেখা না মেলায় প্রশ্ন উঠছে পরিষেবা নিয়ে।
সজল দাস নামে এক প্রত্যক্ষদর্শী জানান, এটিএমের ভেতর থেকে সাইরেনের আওয়াজ অনেক দূর থেকে শোনা গেলেও পুলিশের দেখা মেলেনি। বেশ কিছুক্ষণ পর ব্যাংকের লোকজন এসে তা মেরামত করেন।
কমল বর্মন নামে এক পথচারী জানান, অধিকাংশ এটিএমে নিরাপত্তারক্ষী না থাকায় টাকা তুলতে গিয়ে প্রায়দিনই বিভিন্ন সমস্যা হচ্ছে।
উল্লেখ্য, শহরের অধিকাংশ এটিএমে নেই নিরাপত্তারক্ষী, এটিএমগুলির নিরাপত্তার জন্য সাইরেন লাগানো থাকলেও আদতে তা কতটা সাধারণ মানুষের পরিষেবায় লাগে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।