নিউ ইয়র্ক, ৫ সেপ্টেম্বর (হি.স.) : স্বরূপে ফিরেছেন ইগা সুইয়াটেক। টানা তিন জয়ে ইউএস ওপেনের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়া মরশুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের তৃতীয় পর্বের বাধা অতিক্রম করেছেন এরিনা সাবালেঙ্কা, পেত্রা কেভিতোভা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, জেসিকা পেগুলা এবং ক্যারোলিনা পিসকোভা।
রবিবার বিশ্ব টেনিস র্যা্ঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা তৃতীয় পর্বের ম্যাচে ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন লরেন ডেভিসকে। সেইসঙ্গে ফ্রেঞ্চ ওপেনের পর এই প্রথম টানা তিন ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন পোলিস তরুণী।
এদিকে, গত মরশুমে ইউএস ওপেনের সেমিফাইনালের টিকেট নিশ্চিত করেছিলেন এরিনা সাবালেঙ্কা। তৃতীয় পর্বের ম্যাচে তিনি এদিন রীতিমতো উড়িয়েই দেন অখ্যাত ক্ল্যারা বুরেলকে। ফরাসী কোয়ালিফায়ারকে তিনি ৬-০ এবং ৬-২ ব্যবধানে পরাজিত করেন মাত্র ৬৮ মিনিটের লড়াইয়ে।
চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা পরাজিত করেন আসরের নবম বাছাই গারবিন মুগুরুজাকে। দুইবারের উইম্বলডনজয়ী কেভিতোভা এদিন প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৭, ৬-৩ এবং ৭-৬ (১২/১০) টানা তিন ম্যাচ জিতে নিউইয়র্কের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেন কেবিতোভা। তৃতীয় পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ান ওপেনের প্রাক্তন চ্যাম্পিয়ন আজারেঙ্কা এদিন ৬-৩ এবং ৬-০ গেমে উড়িয়ে দেন পেত্রা মার্টিচকে।