লখনউ, ৫ সেপ্টেম্বর ( হি.স.) : সোমবার সকালে লখনউয়ের লেভানা হোটেলে আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই মেয়ে ও দুই যুবক রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। আগুন নেভানোর জন্য এনডিআরএফ, ফায়ার ব্রিগেড মোতায়েন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিভাগীয় কমিশনার রোশন জ্যাকব এবং পুলিশ কমিশনার এস বি শিরদকারকে ঘটনার তদন্তের দায়িত্ব দিয়েছেন। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে হোটেল মালিক দুই ভাইকে আটক করেছে। ম্যানেজারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হজরতগঞ্জের লেভানা হোটেলে অগ্নিকাণ্ডের আট ঘণ্টার বেশি সময় পার হয়েছে। তারপরও আগুন নিভেনি। দমকল বিভাগ এবং এনডিআরএফের যৌথ টিমের উদ্ধার অভিযান এখনও চলছে। এই অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে গণেশগঞ্জের সরাই ফাটকের বাসিন্দা গুরনূর আনন্দ এবং তাঁর বাগদত্তা সাহিবা কৌর। দুজনে একসঙ্গে একই হোটেলে থাকতেন। তৃতীয় তলার গ্যালারিতে তাদের মরদেহ পাওয়া যায়। এছাড়া ইন্দিরানগরের বাসিন্দা আমান গাজি ওরফে ববি ও শ্রীভিকা সিং ওরফে চিয়া রয়েছে, যাদের মৃতদেহ তৃতীয় তলের ঘর থেকে বের করা হয়েছে। দমকলের কর্মী, হোটেলের কর্মীসহ এক ডজনেরও বেশি মানুষ সিভিল হাসপাতালে ভর্তি রয়েছেন।