বেজিং, ৪ জুলাই (হি.স.): চিনে ফের বাড়ছে করোনা-সংক্ৰমণ, এবার করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে চিনের সেন্ট্রাল আনহুই প্রদেশে। বিগত ২৪ ঘন্টায় সেই প্রদেশে সংক্রমিত হয়েছেন ৩০০ জন। তার পরেই প্রদেশে লকডাউন জারি করা হয়েছে। প্রদেশের ১৭ লক্ষ বাসিন্দা এখন ঘরবন্দি। চিন সরকার এখনও শূন্য কোভিড নীতিতেই অনড়।
গত সপ্তাহে এই আনহুই প্রদেশে ১০০ জন আক্রান্তের হদিশ মিলেছিল। তার পরেই সিক্সিয়ান এবং লিঙ্গবি কাউন্টিতে লকডাউন জারি হয়। কোভিড পরীক্ষা না করিয়ে বাড়ি থেকে বেরোনর অনুমতি ছিল না দুই কাউন্টির ১৭ লক্ষ বাসিন্দার। জনশুন্য হয়ে সিক্সিয়ানের রাস্তা। শুধুমাত্র কোভিড পরীক্ষার লাইনেই ভিড় দেখা গিয়েছিল। গত কয়েক দিনে ছ’বার ওই কাউন্টিতে কোভিডের গণ পরীক্ষা হয়েছে।