শিলচর (অসম), ৪ জুলাই (হি.স.) : ফের বরাক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আজ সোমবার বেলা ১.০০টায় কাছাড় জেলায় অবস্থিত কেন্দ্রীয় জল কমিশনের বুলেটিনে জানানো হয়েছে, শিলচরের অন্নপূর্ণাঘাটে বীপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বরাক নদী। এই সময় জলস্তর রেকর্ড করা হয়েছে ২০.০৮ সেন্টিমিটার। জল বাড়ছে। প্রসঙ্গত অন্নপূর্ণা ঘাটে বরাকের স্বাভাবিক জলস্তর ১৯.৮৩ সেন্টিমিটার।
বুলেটিনে আরও বলা হয়েছে, গত দুদিন ধরে জল বাড়ছে। আজ সকাল সাতটায় বরাকের জলস্তর ছিল ২০.০০, আটটায় ছিল ২০.০২, নয়টায় ২০.০৪, ১১টায় ছিল ২০.০৭ সেন্টিমিটার। জানানো হয়েছে, গতকাল ৩ জুলাই রাত ৯-টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল ১৯.৮৪ সেন্টিমিটার।
এখানে উল্লেখ করা যেতে পারে, শনিবার রাত দুটো থেকে তৃতীয়বারের মতো অন্নপূর্ণাঘাটের জলস্তর বিপদসীমা অতিক্রম করছে। প্রথমবার বিপদসীমার উপর রেকর্ড করা হয়েছিল ১৪ মে। তার পর ১৮ জুন আবার বিপদসীমা অতিক্রম করে দশ দিনেরও বেশি জলস্তর ঊর্ধ্বসীমায় ছিল।
বরাক নদীর জলস্তর আবার বাড়তে থাকায় শিলচরের নাগরিকরা উদ্বিগ্ন। কেননা, ইতিমধ্যে নজিরবিহীন বন্যার সাক্ষী হয়েছে শিলচর। এখনও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন। বেতুকান্দিতে বাঁধ কেটে দেওয়ায় গোটা শিলচর বুকজলের উপর ভাসছিল। গত তিনদিন থেকে জল কমছে। এতে শহরের নাগরিকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন।