Stock Market: টাকার দামে রেকর্ড পতন, ডলারের নিরিখে দাম সর্বনিম্ন ৭৮.৮৬

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): আমেরিকান ডলারের তুলনায় টাকার দামে ফের রেকর্ড পতনল। বুধবার বাজার খুলতেই ডলারের নিরিখে রেকর্ড পতন হয় টাকার। এক মার্কিন ডলারের দাম হয় ৭৮.৮৬ টাকা। মঙ্গলবার যখন শেয়ার বাজার বন্ধ হয়েছিল, তখন ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৮.৭৭।

আর তার সঙ্গেই পতন হল শেয়ার সূচক সেনসেক্সের। বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়াল ৫২,৭৪২.২৩। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা দাঁড়িয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, অভ্যন্তরীণ শেয়ার বাজারের নিস্তেজ ভাব আমেরিকান বিনিয়োগকারীকে প্রভাবিত করেছে। তার ফলে টাকার দামে আরও এক বার পতন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *