ওয়াশিংটন, ৫ মে (হি. স.) : করোনায় আক্রান্ত মার্কিন বিদেশ সচিব অ্যান্তনি ব্লিনকেন। মার্কিন বিদেশ সচিব নিজে টুইট করে জানিয়েছেন তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর।
মার্কিন বিদেশ সচিবের দফতর থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, মার্কিন বিদেশ সচিব করোনার টিকা নিয়েছিলেন। করোনার উপসর্গ দেখা দেওয়ায় মার্কিন বিদেশ সচিবের দুবার পরীক্ষা করা হয়েছিল। প্রথমবার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয়বার পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। মার্কিন বিদেশ সচিব হোম আইসোলেশনে রয়েছেন।
আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফ থেকে এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, মার্কিন বিদেশ সচিব আপাতত নিভৃতবাসে রয়েছে। বাড়ি থেকেই সরকারি কাজকর্ম করবেন। আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। মার্কিন বিদেশ সচিবের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাদের করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।