মানিলা, ২৯ এপ্রিল (হি.স.) : দুবারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু চিনের হে বিং জিয়াওকে পরাজিত করে শুক্রবার এশিয়া চ্যাম্পিয়নশিপে মহিলা সিঙ্গলসে সেমিফাইনালে উঠলেন।
চতুর্থ বাছাই সিন্ধু আগে গিমচেওনে ২০১৪ এশিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং তৃতীয় বাছাই হি বিং জিয়াওকে ২১-৯, ১৩-২১, ২১-১৯ এ পরাজিত করেন। এর আগে গত বৃহস্পতিবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে পিভি সিন্ধু সিঙ্গাপুরের ইউ ইয়ান জ্যাসলিন হুইকে সোজা গেমে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জ্যাসলিন হুইকে ২১-১৬, ২১-১৪ ৪২ মিনিটে পরাজিত করেছিলেন। আজ পুরুষ সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত মুখোমুখি হবে চিনের ওয়েং হং ইয়াং-এর বিরুদ্ধে।