কলকাতা, ২১ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গের আমলা ও পুলিশ আধিকারিকদের ফের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
বৃহস্পতিবার জাতীয় সিভিল সার্ভিসেস দিবসে দুটি টুইট করেন রাজ্যপাল। একটিতে রাজ্যপাল লেখেন, ১৯৪৭ সালের আজকের দিনে দেশের সদ্য নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের উদ্দেশে বক্তব্য রেখেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সেখানে তিনি বলেছিলেন, আমলারা ইস্পাতের কাঠামো। বাংলার আমলা ও আইপিএস অফিসারদের এই কথা স্মরণ করিয়ে দিয়ে দ্বিতীয় টুইটে রাজ্যপাল লেখেন, রাজনীতি থেকে দূরে সরে পক্ষপাতহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনে আমলাদের বড় অবদান রয়েছে। এরপরই বাংলার আমলা ও আইপিএস-দের অনুরোধ জানিয়ে তিনি লেখেন, রাজনৈতিক পোশাক খুলে ফেলুন।
১৯৪৭ সালের ২১ এপ্রিল দেশের সদ্য নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসারদের উদ্দেশে নয়া দিল্লির মেটকাফ হাউসে বক্তৃতা রেখেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সেখানে তিনি বলেছিলেন, প্রশাসনিক আধিকারিকরা ভারতের স্টিলের কাঠামো। ওই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ২১ এপ্রিল জাতীয় সিভিল সার্ভিসেস দিবস পালন হয়।আর এই সিভিল সার্ভিসেস দিবসেই বাংলার আমলা, আইপিএস-দের বার্তা দিলেন ধনকর। রাজ্যের আইপিএস ও আইএএস আধিকারিকরা শাসকদলের কথা শুনে কাজ করছেন বলে এর আগেও বিভিন্ন সময় সরব হয়েছেন। একাধিক ঘটনায় কখনও মুখ্যসচিব, কখনও বা ডিজিপি-কে তিনি ডেকে পাঠিয়েছেন। মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছেন।
রাজ্যের শাসকদল তাঁর বিরুদ্ধে খড়্গহস্ত হলেও ধনখড় জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের যা দায়িত্ব তা তিনি পালন করবেন। সংবিধান মেনেই পদক্ষেপ করবেন। শাসকদল তাঁকে যতই আক্রমণ করুক, তিনি যে পিছু হটবেন না, তা যেন আরও একবার বুঝিয়ে দিলেন আমলা ও আইপিএসদের বার্তা দিয়ে।