Stock Market: বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সূচক, স্বস্তিতে বিনিয়োগাকরীরা

মুম্বই, ২১ এপ্রিল (হি. স.) : বুধবারের পর বৃহস্পতিবার বাজার খুলতেই সূচক অনেকটাই উপরে উঠল। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৪২৩.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭, ৪৬০ পয়েন্টে। সূচক বেড়েছে নিফটিরও। নিফটির সূচক ১১৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭, ২৫৩ পয়েন্টে। মন্দা কাটিয়ে সূচকের এই বৃদ্ধিতে দালাল স্ট্রিটে খুশির হাওয়া। স্বস্তিতে বিনিয়োগাকারীরা।

এদিন যে সব সংস্থার শেয়ার লাভের মুখ দেখেছে, তার মধ্যে রয়েছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এশিয়ান পেন্টস, বাজাজ ফাইনান্স, ড. রেড্ডিজ, এম অ্যান্ড এম। তবে নেসলে, টাটা স্টিল, এইচসিএল টেকনলজিস, অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম ছিল নিম্নমুখী। বুধবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জর সূচক ৫৭৪.৩৫ পয়েন্ট বেড়ে থামে ৫৭,০৩৭.৫০ পয়েন্টে। বৃদ্ধির হার ১.০২ শতাংশ। অন্যদিকে, নিফটির সূচক ১৭৭.৯০ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৭, ১৩৩.৫৫ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *