বেজিং, ১৩ এপ্রিল (হি.স.) : চিনে ফের মাথাচাড়া দিয়েছে করোনা। তাই সংক্রমণে লাগাম টানতে বাণিজ্য নগর সাংহাইতে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। এর জেরে সাংহাইতে প্রবল খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। সাংহাইয়ের অবস্থা এতটা খারাপ, সেখানে সাধারণ মানুষকে একবেলা খেয়ে থাকতে হচ্ছে। সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। যার ফলে খাবারও সংগ্রহ করতে পারছেন না।
দীর্ঘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন অনেকে। অর্থের অভাবে অনেকে খাবার কিনেও খেতে পারছেন না। অন্যদিকে, চিনা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাংহাইয়ে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, চিনা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নতুন এই ভেরিয়েন্ট খুব দ্রুত প্রভাব বিস্তার করতে পারে। দেশের প্রবীণ ও যাঁরা টিকা এখনও যাঁরা নেননি, তাঁদের ঝুঁকি বেশি। জানা গিয়েছে, ১ মার্চ থেকে সাংহাইতে ১.৩ লক্ষের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।