বেঙ্গালুরু (কর্নাটক), ১৩ এপ্রিল (হি.স.) : কর্ণাটক কংগ্রেসের এক প্রতিনিধিদল বুধবার রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের সঙ্গে দেখা করে রাজ্য মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পাকে রাজ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং ঠিকাদার সন্তোষ পাটিলের মৃত্যুর জন্য তাকে গ্রেফতারের দাবি জানাল। প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য প্রধান ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কর্ণাটকের রাজ্যপালের কাছে জমা দেওয়া এদিন একটি স্মারকলিপিতে কংগ্রেস প্রতিনিধিদল অভিযোগ, মৃত ব্যক্তি তার মৃত্যুর জন্য মন্ত্রীকে “সরাসরি দায়ী” বলে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা পাঠিয়েছিলেন। প্রতিনিধি দল স্মারকলিপিতে বার্তার একটি অনুলিপি যোগ করে।
কংগ্রেস নেতারা রাজ্যপালকে “কেএস ঈশ্বরাপ্পা এবং তার সহযোগীরা সন্তোষ পাটিলকে আত্মহত্যার প্ররোচনার দেওয়ার বিষয়টিও পুলিশকে নির্দেশ দেওয়ার জন্য দাবি করেন।
প্রসঙ্গত, পাটিল একজন বিজেপি নেতা এবং ঠিকাদার ছিলেন। তিনি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন। এরপর মঙ্গলবার উডুপির একটি লজে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।