শ্রীনগর, ১৩ এপ্রিল (হি.স.): পাকিস্তানে সরকার পরিবর্তন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পরিস্থিতিতে কোনও প্রভাব ফেলবে না। এমনটাই মনে করেন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার। বুধবার সেনাবাহিনীর ১৬ কোরের জেনারেল অফিসার কমান্ডিং, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং বলেছেন, “প্রতিবেশী দেশে সরকার পরিবর্তনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে না, কারণ অনুপ্রবেশ রুখতে বাহিনী সর্বদা সতর্ক রয়েছে।”
১৩ এপ্রিল দিনটি রাজৌরি দিবস হিসেবে পালিত হয়, এদিন রাজৌরি উৎসব উদযাপন করা হয়েছে। সেই অনুষ্ঠানের ফাঁকে সেনা কমান্ডার মনজিন্দর সিং বলেছেন, “আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছেন এবং কোনও অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে সেটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব ও কর্তব্য।” প্রসঙ্গত, পাকিস্তানে আস্থাভোটে হেরে গিয়েছেন ইমরান খান। সে দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন শেহবাজ শরিফ।