সানচেওন (দক্ষিণ কোরিয়া), ৯ এপ্রিল (হি.স.): পালমা স্টেডিয়ামে কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২২-এর মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার আন সেয়ংয়ের কাছে হেরে গেলেন পিভি সিন্ধু। শনিবার উদ্বোধনী খেলা থেকেই বিশ্ব নং ৪ দক্ষিণ কোরিয়ার শাটলার ৩-০ ব্যবধানে লিড নিয়ে শুরু করেছিলেন। আন সেয়ং কখনই দুইবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধুকে গত বছর থেকে কোনও টুর্নামেন্টেই বড় ব্যবধানে জয়ের কাছাকাছি আসতে দেননি।
দ্বিতীয় গেমে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু ৩-০ ব্যবধানে লিড নিয়ে শুরু করলেও দক্ষিণ কোরিয়ার আন সেয়ং টানা পাঁচ পয়েন্ট জিতে ৫-৩ লিড নিয়ে জিতে যান। আন সেয়ং দ্বিতীয় গেমে সিন্ধুকে ১৭-২১এ হারিয়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।