কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): বাংলা হোক অথবা হিন্দি শিবপ্রসাদ-নন্দিতা মানেই সুপারহিট। দেখতে দেখতে ৬৭ টা বসন্ত পার নন্দিতার। রবিবার পরিচালক নন্দিতা রায়ের জন্মদিনে শুভেচ্ছা শিবপ্রসাদের। ২০১৭ সালে শিবপ্রসাদ নন্দিতার ‘পোস্ত’ ছবিতে মজেছিলেন বাংলার দর্শক । আর এবার পরিচালক জুটি পাড়ি দিচ্ছে মুম্বই। শাস্ত্রী ছবিতে দেখা যাবে টলি তারকা মিমিকে। মিমি ছাড়া বাকি সবাই মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রী।
রবিবার নন্দিতা রায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। নন্দিতা রায়ের সঙ্গে পরিচালক একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ”শুভ জন্মদিন বিগ বস।” এরপর তিনি আরেকটি একটি ছোট্ট ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জয়া আহসান, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, মানালি দে, লিলি চক্রবর্তীর মত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে । প্রযোজনা সংস্থার তরফ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে ।