কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের শুধুমাত্র উত্তরবঙ্গ লাগোয়া তিন জেলা-মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা না কমলেও, অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং দার্জিলিং-এ।
অনেকদিন হয়ে গেল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা নেই, মাত্রাতিরিক্ত গরমে নাজেহাল মানুষজন। রোদের তেজ অস্বস্তি আরও বাড়াচ্ছে। মাথার ওপর ছাতা থাকলেও, রোদকে হার মানানো যাচ্ছে না। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভাবনা নেই। আগামী চারদিনে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তনও হবে না।