নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন উত্তর প্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন যোগী আদিত্যনাথ, উভয়ের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টুইটার হ্যান্ডেলের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন যোগী আদিত্যনাথ।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার প্রাক্কালে এদিন সকালেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গেও দেখা করেছেন যোগী আদিত্যনাথ। গড়কড়ির দিল্লির বাসভবনে গিয়ে এদিন তাঁর সঙ্গে দেখা করেছেন যোগী আদিত্যনাথ। গড়কড়ির সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে যোগীর। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়লাভের পর যোগী আদিত্যনাথ এখন রয়েছেন দিল্লিতে, একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অনেকের সঙ্গে দেখা করেছেন তিনি।