ওয়াশিংটন, ১৪ মার্চ (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর শরীরে করোনা ধরা পড়েছে। তিনি করোনায় সংক্রমিত হলেও, তাঁর স্ত্রী মিশেল সংক্রমিত হননি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওবামা টুইট করে জানিয়েছেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। কিছুদিন ধরে গলায় একটু সমস্যা হচ্ছিল, কিন্তু অন্যথায় ভালো বোধ করছি। মিশেল এবং আমি টিকা নেওয়ায় সত্যিই কৃতজ্ঞ এবং তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। টিকা নেওয়ার জন্য এটি একটি অনুস্মারক, সংক্ৰমণ কমলেও অবশ্যই টিকা নিয়ে নিন।” আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সুস্থতা কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মোদী জানিয়েছেন, কোভিড থেকে সেরে ওঠার জন্য আমার শুভকামনা, আপনার পরিবারের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি।”