চন্ডীগড়, ৭ ফেব্রুয়ারি (হি.স.): টানা ২১-দিনের লম্বা ছুটি পেয়ে গেলেন ডেরা সচা সৌদা প্রধান গুরমীত রাম রহিম সিং। যিনি হরিয়ানার রোহতক জেলার সুনারিয়া জেলে বন্দি রয়েছেন। সোমবার তিন-সপ্তাহের জন্য গুরমীতকে ছুটি দেওয়া হয়েছে। রাজ্যের জেলা প্রশাসন গুরমীতকে ২১ দিনের সাময়িক ছুটি প্রদান করেছে। গত বছরেও, ডেরা প্রধানকে নিজের অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জরুরি প্যারোল দেওয়া হয়েছিল। স্বাস্থ্য সংক্রান্ত কারণে কয়েকবার কারাগার থেকে বেরিয়েছেন তিনি।
সিরসার আশ্রমে দুই মহিলা শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের জেলের সাজা খাটছেন ৫৪ বছর বয়সী ডেরা প্রধান। ২০১৭ সালের আগস্ট মাসে তাকে সাজা দিয়েছিল হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত।