নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): কর্মসংস্থান নিয়ে কেন্দ্রকে বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দেশের কাজ-হীন যুবকদের বেদনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সোমবার একটি মিডিয়া রিপোর্ট নিজের টুইটার হ্যান্ডেলে আপলোড করে ‘আচ্ছে দিন নিয়েও খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী।” রাহুল এদিন টুইট করে লিখেছেন, “ব্যবস্থা করতে অস্বস্তি। বেকার যুবকদের বেদনা। মোদী সরকারের মিথ্যাচার।”
হ্যাশট্যাগ করে রাহুল লিখেছেন, “কিসকে আচ্ছে দিন” অর্থাৎ আচ্ছে দিন কার। আচ্ছে দিনের স্বপ্ন যে অধরা, তাই বুঝিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। রাহুল এদিন যে মিডিয়া রিপোর্ট টুইটারে আপলোড করেছেন, সেই মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৬৭ শতাংশ এমএসএমই সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছে এবং ২০২১ অর্থবর্ষে লভ্যাংশ ৬৬ শতাংশে কমে গিয়েছে।