নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): ডেঙ্গুর বাড়বাড়ন্ত চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লিতে। দিল্লিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি বছর দিল্লিতে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ২৭৭ জন। তাঁদের মধ্যে শুধুমাত্র গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৯ জন। দিল্লিতে এযাবৎ ডেঙ্গু আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে।সোমবার দক্ষিণ দিল্লির অ্যান্টি ম্যালেরিয়া অপারেশন জানিয়েছে, দিল্লিতে এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৭ জন। এ বছর মৃত্যু হয়েছে ৯ জনের। বিগত ৫ বছরের তুলনায় এ বছর দিল্লিতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি। মৃত্যু সংখ্যা ২০১৭ সালে ছিল ১০, এ বছর নভেম্বর মাসেই মৃত্যুর সংখ্যা ৯-এ পৌঁছেছে। দিল্লির বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।
2021-11-15