নিজস্ব প্রতিনিধি কল্যাণপুর /চুড়াইবাড়ি, ২ নভেম্বর৷৷ ফের সড়ক দুর্ঘটনা৷ সড়ক দুর্ঘটনা যেন কোন মতেই পিছু ছাড়তে চাইছে না কল্যাণপুরে৷ উল্লেখ্য, সোমবার রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ৪ জন৷বর্তমানে তাদের উন্নত চিকিৎসা চলছে রাজধানী আগরতলার রেফারেল জিবি হাসপাতালে৷ ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাতে কল্যাণপুর থানাধীন পতি চন্দ্র পাড়ায় তীব্র গতিতে ছুটে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে৷
এই সংঘর্ষে ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মোট ৪ জন৷তীব্র বিকট শব্দে দৌঁড়ে ছুটে আসে পথ চলতি সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় সাধারণ জনগণ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কল্যাণপুর দমকল বাহিনীর কর্মীদের৷ সেই খবরেই দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি করে ঘটনাস্থলে গিয়ে বাইক থেকে ছিটকে রাস্তায় এই মাথা থেকে শুরু করে ওই মাথায় পড়ে থাকা আহত মোট ৪ জন উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায় বাইক দুর্ঘটনায় আহত ৪ জনের নাম শ্যামল বর্মা (২১), প্রানতোষ বর্মা (৩০), লক্ষ্মণ দেবনাথ (৪১), বিষু কুমার দেববর্মা (৬২)৷ কিন্তু সড়ক দুর্ঘটনায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গেই কল্যাণপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রত্যেককে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর রেফারেল জিবি হাসপাতালে প্রেরণ করে দেয়৷ উল্লেখ্য, যদিও আহত ৪ জনের মধ্যে ১ জনের পা মূলতঃ ভেঙে যায় বলে জানা গেছে হাসপাতাল সূত্রে৷ এছাড়াও বাকি ৩ জনের মাথা ও শরীরের অন্যান্য জায়গায় প্রচন্ড আঘাত লাগে৷ এইদিকে বরাবরের মতোই কল্যাণপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিন রাত প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনার উত্তরোত্তর শ্রী-বৃদ্ধিকে কেন্দ্র করে কল্যাণপুর থানার ট্রাফিকি পুলিশ ব্যবস্থার দিকেও রীতিমতো আঙ্গুল তুলতে শুরু করেছে বুদ্ধিজীবি মহল৷ কেউ কেউ দাবি করছেন কল্যাণপুরে ভেঙ্গে পড়েছে ট্রাফিক ব্যবস্থা৷
াইক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক৷আহত দুই যুবকের নাম সাইফুল রহমান ও সুবেল উদ্দিন৷সাথে অল্প বিস্তর আহত ফাহিম আহমেদ নামের অপর এক যুবক৷বর্তমানে গুরুতর আহত দুই যুবক ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকায়৷
ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার রাত আনুমানিক নয়টা নাগাদ উত্তর জেলার ধর্মনগর থানাধীন সাবাস পুরের সুবেল উদ্দিন নিজের টট্ট০৫ঙ্খ/৪৭৯৩ নম্বরের কালো রঙের পালসার বাইক নিয়ে ধর্মনগর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলো৷তখন তার সঙ্গে ছিল সাইফুল রহমান ও ফাহিম আহমেদ নামের অপর দুই যুবক৷তিন জনেই এক বাইকে চেপে ধর্মনগর শহর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো৷ কিন্তু ধর্মনগর শহর থেকে বের হয়ে কামেশ্বর এলাকায় যাওয়ার পর একটি মারুতি অল্ট্রো গাড়ি তাদেরকে বাউলি দেয়৷আর তাতে নিয়ন্ত্রণ হাড়িয়ে পিচ রাস্তাতেই বাইক সমেদ ছিটকে পড়ে বাইক চালক সহ দুই বাইক আরোহী৷ প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেন ধর্মনগর দমকল অফিসে৷দমকল কর্মীরা অকুস্থলে ছুটে এসে রক্তাপ্লুত অবসায় বাইক চালক সুবেল উদ্দিন ও বাইক আরোহী সাইফুল রহমান এবং ফাহিম আহমেদকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে৷ কর্তব্যরত চিকিৎসক আহতদের যথারীতি চিকিৎসা শুরু করেন৷তবে বাইক চালক সুবেল উদ্দিন ও বাইক আরোহী সাইফুল রহমানের আঘাত গুরুতর৷ দুজনের পা ভেঙ্গেছে বলে চিকিৎসক জানিয়েছেন৷ বর্তমানে উভয়েই জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷তবে অপর বাইক আরোহী ফাহিম আহমেদ অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হওয়াতে চিকিৎসক সাময়িক চিকিৎসা করে ফাহিমকে ছেড়ে দেন৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ দূর্ঘটনা সলে ছুটে গিয়ে দূর্ঘটনা গ্রস্ত পালসার বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷ সাথে একটি পথদূর্ঘটনার মামলা হাতে নিয়েছে ধর্মনগর থানার পুলিশ৷