নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): সোমবার মধ্যরাতেই দিল্লিতে এসেছিলেন তিনি, তখনই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অফিসার সমীর ওয়াংখেড়ে জানিয়ে ছিলেন, “কিছু কাজের জন্য দিল্লিতে এসেছি।” কী কাজ সেটা তো তিনিই জানেন। যাইহোক, নানা ধরনের গুঞ্জন ও জল্পনার মধ্যেই মঙ্গলবার দিল্লির এনসিবি অফিসে গেলেন সমীর। বেশি কিছু সময় সেখানে ছিলেন তিনি। কাজ মিটিয়ে বেরিয়ে যান। এদিন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিডিজি জ্ঞানেশ্বর সিং বলেন, “আজ আমি কাউকে ডাকিনি। যদি তাঁকে প্রশ্ন করতে হয়, আমি নিজেই তাঁকে ডাকব।”
সোমবার মধ্যরাতে দিল্লিতে পৌঁছন সমীর। দিল্লি বিমানবন্দরে সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলে সমীর বলেন, “আমাকে তলব করা হয়নি, অন্য কারণে দিল্লিতে এসেছি আমি। কিছু কাজের জন্য দিল্লিতে এসেছি।” তিনি আরও বলেন, “আমি একশো শতাংশ তদন্তের জন্য রাজি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।” বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক সাক্ষীর মাধ্যমে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে সমীরের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পরই সমীরের বিরুদ্ধে তদন্তে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে এনসিবি-র ডেপুটি জেনারেল ডিরেক্টের জ্ঞানেশ্বর সিংকে। এমতাবস্থায় সমীরের দিল্লিতে আগমণ নানা প্রশ্ন উত্থাপন করছে, যদিও সমীর জানিয়েছেন, তাঁকে তলব করা হ্য়নি। অন্য কাজ তাঁর দিল্লিতে আসা।